একলা একা - রিম্পা ষড়ংগী
০৭/০৯/১৮
*************
একলা একা যাচ্ছে কেটে
এতেই বরং থাকছি বেশ
দেখছি যা তাই,লিখছি সবই
ভাবনা বীণায় কাব্য লেশ।।
একলা একা যাচ্ছে কেটে
কাব্য ছড়া টানছে রেশ
ছন্নছাড়া র আড়াল খুঁজি
এতেই যে পাই তৃপ্তি লেশ।।
একলা একা যাচ্ছে কেটে
স্বপ্ন নিথর ঘোর আবেশ
চাওয়ার নেশায় ছুটতে গিয়ে
শ্রান্ত হলাম শেষ ও মেশ।।
No comments:
Post a Comment