আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

পাঠশালা - তকবির হুসাইন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।




স্বরবৃত্ত ৪+৪+৪+২

পাঠশালাতে ভর্তি হলো
খুশি খোকার মনটা,
স্কুল থেকে নেই যে বিদায়
বাজলে ছুঠির ঘন্টা।
পাঠশালাতে যাচ্ছে খোকা
খাতা কলম হাতে,
সেথায় গিয়ে পড়ে এবং
খেলে সবার সাথে।
স্বপ্ন দেখে ছোট খোকা
অনেক বড় হবে,
লেখা পড়া করে সে যে
সবার পাশে র'বে।
শিক্ষাই জাতির মেরুদন্ড
বলেন গুরু জনে,
সেই কথাটি বিশ্বাস করে
খোকা আপন মনে।
বিকাল বেলা খেলে খোকা
সন্ধ্যায় ঘরে ফিরে,
শান্ত মনে পড়তে বসে
নিজের ছোট্ট নীড়ে।

No comments:

Post a Comment