আহা রে কি শুনছি,
যার নাই চরিত্র,
সেই আবার ভালোবাসার
মানুষ খোজে পবিত্র।
যখন তারা পবিত্র মানুষ
খোজে পায়,
কোন কিছু ভুুল যদি হয়
সেই মানুষটার বাঁচার
উপায় নাই।
এটাই কি ভাই তাদের
নিয়ম নিতি,
আমি বুঝতেছি না
ভাই তাদের মতিগতি।
কোন যুগে আসলাম
রে ভাই,
সেই কথা ভাবলে আমার
মাথা গুরে যায়।
No comments:
Post a Comment