আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

যার নাই চরিত্র - জি এন কবির চৌধুরী

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।




আহা রে কি শুনছি,
যার নাই চরিত্র,
সেই আবার ভালোবাসার
মানুষ খোজে পবিত্র।
যখন তারা পবিত্র মানুষ
খোজে পায়,
কোন কিছু ভুুল যদি হয়
সেই মানুষটার বাঁচার
উপায় নাই।
এটাই কি ভাই তাদের
নিয়ম নিতি,
আমি বুঝতেছি না
ভাই তাদের মতিগতি।
কোন যুগে আসলাম
রে ভাই,
সেই কথা ভাবলে আমার
মাথা গুরে যায়।

No comments:

Post a Comment