আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

দিন দুপুরে - মোহাম্মদ দিলু

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


                         ০২-০৯-১৮

টাকা নিয়ে আসলাম আমি
ব্যাংক থেকে নিচে,,
হঠাৎ দেখি তিনটা বাইক
লাগছে আমার পিছে।

চাকু দেখিয়ে বলে আমায়
টাকা গুলো দাও,,
জীবন বাঁচাতে বলি আমি
এই টাকা গুলো নাও।

টাকা নিয়ে চলে গেল
চোখের পলকে,,
আমার সাথে টাকা আছে
ঐ কথাটা বললো কে।

দিন দুপুরে রাস্তায় আমার
চাকু ধরলো গলে,,
ঐ সব দেখে রাস্তার লোক
সবাই গেলো সরে।

এই ভাবে যদি চলতে থাকে
আমরা কোথায় যাবো,,
এই সমাজের যুবক ভাইরা
তোমরা সবাই ভাবো।।


No comments:

Post a Comment