আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

যন্তর মন্তর - ডাঃশামস রহমান

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



১৯ই ভাদ্র’১৪২৫

হীরকের দেশে চলে কষে কষে পীড়ন
দণ্ডের নেই যে শেষ
রাজা বলে যায় পারিষদ শুনে তাই,
বলে বেশ বেশ বেশ
ঘুমপাড়ানী গান গেয়ে যায় রাতে মা
শোনে সব পোলাপানে
যন্তর মন্তর আছে যত তন্ত্র হয় রাজার
অঙ্গুলি হেলনে
ঠুলি পড়া কলুর বলদ আছে যত ঘুরে
ঘুরে পাক খাচ্ছে
বিধাতা স্বয়ং দেখে যান নিঃশ্চুপ এর
অন্তে কি যে আছে?
ডানে যেতে বলি বামে যাবে না আছে
যত কড়া অনুশাসন
চাবুকের ঘায়ে চামড়া তুলে নেয় করে
যত দুঃশাসন,
কার আছে এত স্পর্ধা এ রাজ্যে মাথা
তুলে কথা বলবে
যেমন প্রজা তেমনই রাজ্য জ্ঞানী জনের
কান মলবে,
হীরকের দেশে যেন সবে আছে ঠেসে,উচিত
কথা মহাপাপ
সুবচন সুবিচার যেন সে রাজ্যে দেখি তার
বড় অভাব।
ওরে গুপী বাঘা তোদের সঙ্গীতের মুর্ছনা কে
নিল আজ কেঁড়ে
যত অভাবই থাক পেটে নাই ভাত,খাজনাটা
নেবে মেরে ধরে,
বিপদ থেকে হবে না উত্তরণ,মেঘে মেঘে বেলা
যায় চলে
পাহাড়ে পণ্ডিত লুকিয়ে আছে যে যত মুক্ত
মনের কথা বলে
মাথা তোলে যারা হবে মগজের ধোলাই
করে যাবে যন্তরমন্তর
গবেষক গবুচন্দ্র পড়ে যাবে মন্ত্র এ রাজ্যে
রবে না কোন তন্ত্র,
হলো না হলো না শেষ রক্ষা পেল না,হল
রাজার মগজ ধোলাই
গুপীর কণ্ঠে কি যাদু আছে মুগ্ধ জগতের
সবাই।
(বরেণ্য চলচ্চিত্রকার প্রয়াত সত্যজিৎ
রায়ের হীরক রাজার দেশ থেকে অনুপ্রানিত)
# Copyright_Shams_Rahman
# কবিতার_রচয়িতা_ডাঃশামস_রহমান
রচনার তারিখ:০৩/০৯/২০১৮

No comments:

Post a Comment