আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

নদী ও আমি - মুতাকাব্বির মাসুদ

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



নদী তোর নাম কী? -গঙ্গা!
নদী তোর নাম কী?-যমুনা!
নদী তোর নাম কী?- মেঘনা!
নদী তোর নাম কী?- পদ্মা!
যা তোরা!
তোদের জলে গোসল করে
আমার আর শুদ্ধ হওয়া যাবে না!
কেনো? নামে কী আসে-যায়?
নাম থেকেই জাতের পরিচয়
হিন্দু, মুসলিম,খ্রিষ্টান!
অধুনা মানুষের নয়!
আমি তো ঐ নদী চাই - গঙ্গা, যমুনা,
মেঘনা, পদ্মা নয়! কেনো ?
বলা যাবে না,
আমি হিন্দু নদীর হিন্দু জলে
সাঁতার কাটি না!
আমি নেংটা হয়ে গোসল সারি
তবু তোদের জলে নামবো না!
বৈশ্বিক সভ্যতায় সব বদলালেও
আমি বদলাবো না!
তোরা যা-ই বলিস
আমার মগজ থেকে
সাম্প্রদায়িক জলের ঢেউ
কখনো যাবে না !
আমি জেনে গেছি
নদী বদলে যাবে
জল বদলে পানি
কিংবা পানি বদলে জল হলেও
আমার চরিত্র বদলাবে না!
""'''""""""""""""""""""""""""""""""""""""
১৮-০৮-২০১৮
"''""""""""""""""""""""""""""""""""""""""

No comments:

Post a Comment