আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

ঋতু রাজ্ঞী - ডাঃ শামস রহমান

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।




১৬ই ভাদ্র’১৪২৫

শরতের আলো দু’নয়ন ভড়ালো যেন
বেঁধেছে বীথি বৃন্তে
পুষ্পের শোভা দুটি চোখ জুড়ালো তারে
খুঁজে ফিরি অজান্তে,
কি মধুর শোভা রূপমাধুর্য আভা খুঁজি
তারে পথপ্রান্তে
এ জীবন পূর্ণ কর সে আহবানে শরতের
শ্যামল বীথিকুঞ্জে,
খোল খোল দ্বার তোল তোল পাল মৃদ্যু
মন্দ সমীরণ বাহিরে
ভুবনের যত কালিমা মুছে যাক পরশ যেন
তার পাইরে;
কাশবনে জ্যোৎস্না কি শোভা ছড়ালো
দু’নয়ন মেলে তারে দেখি
তুমি আছ প্রিয়া মধুর এ ক্ষণে আবেশে
ভরে যাক এ তিথি,
শরতের বন্দনা সে তো অন্যন্যা ঋতুর
মাঝে সে রানী
পুষ্পলগ্নে যত ভ্রমরের গানে মুহু মুহু শুনি
তার ধ্বণি,
শারদীয় উৎসবে দেবী বারতা নিয়ে আসবে
শুক্লপক্ষ ধরায়
মহালয়ায় শুরু পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্ঠমী
নবরাত্রি বিসর্জন দশেরায়,
দিগন্ত আজ মিলেছে বহুদূরে মেঘে মেঘে
ভাসে ভেলা
চিত্ত আমার মগ্ন হল চলে দূর নীলাকাশে
মেঘের খেলা,
শরতের মহিমা যেন গড়িমা নিয়ে সেজে সে
আজ সম্রাজ্ঞী
শ্যামলতার শোভায় দীপ্ত এ ভুবন রয়ে যাব
তার সাক্ষী,
ভুবন ভরে দিল চিত্ত নগ্ন হল মুগ্ধ প্রতুষ্যে
শিউলির গন্ধে
আমার সারাবেলা কেটে যাবে আজ রাজ্ঞীর
বন্দনা ছন্দে।
# Copyright_Shams_Rahman
# কবিতার_রচয়িতা_ডাঃশামস_রহমান
রচনার তারিখ:৩০/০৮/২০১৮

No comments:

Post a Comment