আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

শৈশবের স্মৃতি - আঃ মমিন মন্ডল

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



তাং- ০৫/০৯/২০১৮ইং

ছোট্র বেলায় খেলতাম আমি ধুলোবালিতে মিশে
কলাপাতার ঘর বানিয়ে থাকতাম রাজার বেশে,
রাণী হতো খেলার সাথী আর আমি হতাম রাজা
শুলা কেটে বিড়ি বানিয়ে টানতাম নেশার গাজা।
মাটি হাড়ি পাতিল দিয়ে করতাম বালি রান্না
হাড়ি যদি ভেঙ্গে যেত ধরতাম আমি কান্না,
কলার খোলে দাড়ি পাল্লা বানিয়ে খেলি আমি
সব মেয়ে বউ হতো আর আমি তাদের স্বামী।
বৃষ্টি হলে বর্ষাকালে বানাতাম যখন ভেলা
হাসি খুশিতে কাটে তখন মোদের সারাটি বেলা,
বৃষ্টি হলে বর্ষাকালে খাল বিল পানিতে থৈ থৈ
মন হতো মোর মাতুয়ারা কেমনে ঘরেতে রই।
স্বাধীনভাবে চলতাম আমি সারা গ্রাম ঘুরি
আদর স্নেহ করে আমায় বৃদ্ধ যুবা বুড়ি,
তখন ছিলাম স্বাধীন রাজ্যে রাজা হয়ে আমি
রাজা তখন ছিলাম আমি সবার কাছে দামি।
আমার রাজ্যে আমি রাজা বাকি সবাই হতো প্রজা
রাজ্য চালায় শক্ত হাতে আমিই সাহসী রাজা
বিচার করি ভালো মন্দের দেই কঠিন সাজা,
চোর পুলিশী খেলা করে পেতুম ও অনেক মজা।
বিদেশেতে যাইতাম আমি গাছের শাখায় ঘেষে
বিমান হতো মগ ঢাল আর পাতা হতো তা ভিসে,
বিদেশ যেয়ে রোজগার করি গাছের পাতা কড়ি
বিদেশ থেকে বাড়ি ফিরে অন্য কিছু দুষ্টুমী ধরি।
মাটির পুতুল দিতেম বিয়ে বউ পাশের বাড়ি
বিয়ের জন্য পণ নিতাম কাঠাল পাতার কড়ি,
বউয়ের জন্য নিয়ে যেতাম নেকরা ছেড়া শাড়ি
রঙিন কাগজে নৌকা বানায় ভাসাইতাম তরি।
একলা একা বসে আমার পাগল মনটা ভাবে
শৈশবের ঐ দিনগুলো পাবো আমি কি আর ফিরে।

No comments:

Post a Comment