![]() |
তাং-০২-০৯-২০১৭
সরল মনে চলবে যখন
ভাববে সবাই বোকা,
সরল ভেবে সবাই তোমায়
দিয়ে যাবে ধোঁকা।
ভন্ডামী আর মিথ্যা কথা
সবই এখন চলে,
উচিত কথার নাই যে মুল্য
সত্য ভাসে জলে।
পাপের পথে চলছে মানুষ
লোভ লালসাই পড়ে,
পাপের সদাই করে মানুষ
ফিরছে আপন ঘরে।
একবার তুমি ভেবে দেখো
কোথায় তুমি ছিলে,
আবার তুমি যাবে কোথায়
টান লাগে না দিলে।
সময় তোমার ফুরিয়ে গেল
ছেড়ে যেতে হবে,
হঠাৎ করে যাবে চলে
আসবে কি আর ভবে।
No comments:
Post a Comment