![]() |
আমার শুভাকাঙ্ক্ষী, পথ
প্রদর্শক,কাব্যগুরু রতনদা- যাঁর সাথে টেলিফোনিক
কাব্যচর্চায় কেটে গেছে কত রাত...
একটু বিরতি হলেই
মুঠোফোনে তাঁর কন্ঠ উঠতো বেজে-
বিশ্বজিৎ কবিতা শোনাও
কী শোনাব ভাবতে ভাবতে সেদিন,
সেদিন কথার পৃষ্ঠে কথা জুড়ে
বললাম তাঁকে-
যে কবিতা লিখেছিলাম শোনানো হয়নি,যে কবিতা
লিখেছি আজ শোনানো হল না,যে কবিতা লিখব
আগামীকাল হয়তো শোনানো হবে না
আসলে আজও একটাও কবিতাই হল না
কবিতাটা লেখা হলে
তোমাকেতো বলবই হ্যালো
বলিষ্ঠ উচ্চারণে অভয় দিয়ে তিনিও বললেন-
বিশ্বজিৎ লিখে ফেল
এইতো কবিতা হলো।
তাঁর একান্ত প্রশ্রয়ে আজও চলেছি লিখে,আছি
চেষ্টায়
জানিনা পারব কিনা লিখে যেতে
সেই,সেই কবিতাখানা-
যে হবে কবিতারানী ঠিক একখানা???
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে
আমি,তুমি,সে বা রতনদা
সকলেই সেই একটাই কবিতা চলেছি লিখে-
সেই একখানা-
তুমি তার দিতে পার নাম
অন্য একখানা!!!
##
@বিশ্বজিৎ সেনগুপ্ত৪০এ
No comments:
Post a Comment