আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

রূপান্তরিত জানোয়ার - সামিরুল রঞ্জু

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


তাং ০৫/০৯/২০১৮ইং

সাধ আছে সাধ্য নাই,
বিলম্ব হলেও বুঝেছি এতোদিনে,
তোমায় পাওয়ার বাসনা ছাই।
মৃদু হাওয়ায় লুটোয় ছাই, ছাড়ে দীর্ঘশ্বাস।
ঝরো হাওয়ায় উড়ে পালায় ছাই, অনিচ্ছায় বনবাস।
সাধ, সেতো অমর, আমৃত্যু রঙের রঙিন দুনিয়ায়,
সাধের সাধ, অবিরাম, বিরামহীন চলা তার,
ডালপালা শাখাপ্রশাখা, লতাপাতায় গজায়।
গাড়ী চাই, বাড়ী চাই, নারী চাই,
নিত্যনতুন চাই, সোনারহরিণ চাই।
শাড়ী চাই, গহনা চাই,
হীরে বসানো নাকফুল, কানের দামী দুল চাই।
সিনেমাহলের রূপালি পর্দার সমান,
রঙ্গিন টিভিসেট চাই।
চামড়ায় দামী প্রসাধনীর ছোঁয়া চাই,
অফিস কামরায় কামিনীর ছায়া চাই।
পাই বা না পাই, চাওয়ার সীমা নাই,
চাই চাই চাই, একটা পেয়ে খুশী নই,
একের অধিক চাই,
শতগুণ, হাজারগুণ চাই, চাওয়ায় ক্লান্তি নাই।
টুঁটি চেপে ধরে, কেড়ে হলেও পেতে চাই,
পাকাপোক্ত, একেবারে নিজের করে চাই।
ন্যায়ে যদি নাই পাই,
পাপে ডুবে, অন্যায়েই চাই,
কাছা বেঁধে চাই, তবুও চাই চাই।
বিবেক গুঙিয়ে কাঁদে, কাঁদুক কতোক্ষন,
অসুখ মেশানো সুখে, ভরতি হওক মন।
আমি চাই, তোমার চেয়ে অধিক,
তুমি চাও, আমার চেয়ে অধিক।
বিরামহীন বেশী বেশী চাওয়ার,
অবিরাম বেশী বেশী পাওয়ার,
অসুস্থ প্রতিযোগিতায় মানুষ মশগুল,
আত্মভোলা, নিজেরা নিজেদের করছি খুন।
তবুও কমতি নাই, চাওয়ার এবং পাওয়ার,
মানুষ আমি, ভাবছি না একটিবার,
তালা ভেঙে, খুলে হৃদয়ের দোর।
মনুষ্যত্বের গলা টিপেছি, মানুষ নাম ভুলেছি,
আমি হচ্ছি, রূপান্তরিত জানোয়ার।

No comments:

Post a Comment