![]() |
বিভাগ -- গদ্যকবিতা
কবিতা -- সময়ের স্রোত
কথা -- স্নেহাশিস পালিত
তারিখ -- ০৬-০৯-২০১৮
শুধুমাত্র গা ছাড়া ভাব যেন...
শিখিনি নিজের দায়িত্ব পালনে,
বিনা শ্রমে সফল হতে গিয়ে ---
মূল্যবোধে থাকি উদাসীন!
যেমন চলছে সময়ের স্রোত বেয়ে,
যে যার হাতের সাড়ে তিন হাত...
কেউ কম যাই না কোনোও মতে,
অন্যের বিশ্বাস নিয়ে জুয়া খেলি!
প্রযুক্তি দিয়েছে অনেক কিছু...
শুধু যুক্তিগ্রাহ্য করতে শিখিনি তা',
অবক্ষয়কে মদত দিতে দিতে ---
চলেছি খেয়ালে ভবিষ্যতের পথে!
নৈরাজ্যের যতকিছু রসায়ন,
দোসর করি স্বার্থের চোরা গলিতে...
গুছিয়ে নেওয়ার মন্ত্রটাকে জানি ---
শেষ কথা এই পাপের দুনিয়াতে!
স্থান -- বেলঘরিয়া, কোলকাতা/০৫-০৯-২০১৮
Copyright@Snehasis Palit

No comments:
Post a Comment