আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

নব স্মৃতি মোহাম্মদ আলী

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



৫/৮/১৮ খ্রিঃ

কালো পোষাকে গগন
ছেয়ে গেছে
অঝোরে ঝরছে বৃষ্টি
কিছু নব স্মৃতি তৈরি করতে
ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে
বিশাল যানজট তৈরি করেছি।
আমি নাকি ট্রাফিক সিগনালের লাল সবুজ আলোর
দায়িক্তে আছি
সন্ধ্যা খুব নিকটে অবস্থান করছে
সন্ধ্যার পরেই কালো ধূসর আসবে।
তবে আমার কাজ আজীবন করলে একটা নব স্মৃতি তৈরি হবে।'

No comments:

Post a Comment