![]() |
৫/৮/১৮ খ্রিঃ
কালো পোষাকে গগন
ছেয়ে গেছে
অঝোরে ঝরছে বৃষ্টি
কিছু নব স্মৃতি তৈরি করতে
ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে
বিশাল যানজট তৈরি করেছি।
আমি নাকি ট্রাফিক সিগনালের লাল সবুজ আলোর
দায়িক্তে আছি
সন্ধ্যা খুব নিকটে অবস্থান করছে
সন্ধ্যার পরেই কালো ধূসর আসবে।
তবে আমার কাজ আজীবন করলে একটা নব স্মৃতি তৈরি হবে।'
No comments:
Post a Comment