আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

সেবার কাফন - মাহমুদ নজরুল

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।




সেবাব্রতী মহিলা আপনি
কি জবাব পেতে চান?
স্টেথো চেপে দিন বুকে
উইপোকার ঢিবির মতো
এ'পাঁজরে দেখে নিন
ভূমিকম্পে ধসে গেছে ইমারত,
মধুবতী কোরক বেদনাহত,
ব্যথা ব্যথা ঘন্টা বাজে বুকে
এ'পাঁজর বড় অসহায়।
ঔষধের নাম লিখে দিন
আপনার চুলে ঢাকা বুদ্ধি থেকে।
কী জবাব পেলেন অথবা পেতে চান?
চোখ,মুখ,রসনা,মনন
যাবতীয় চোখের খাতায়
কাজলের ভাজে লেপ্টে নিন,
বসন্তের ঝরে পড়া শেষ পাতাটির মত
আমি সেবাশ্রয়ী একমাত্র রোগী।
সেবাব্রতী হে মহিলা
সেবার কাফনে ঢেকে যেতে চাই।
(কাব্যগ্রন্থ:"অরূণিমা ")

No comments:

Post a Comment