আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

পরিচয় না হলে ভাল হত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৫-১১-২০২২ ইং
*******************
ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !
এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত
এ প্রাণের শুন্যতায় আগুনের কুন্ড –ঠেকা
কেউ বুঝে না, কেউ করে না দেখা-
অনেক রক্ত ঝরছে জানি না কি কারনে,
তবে এতটুকু জানি কিছু একটা ভিতরে
তুমুল আঘাত করছে জল্লাদের মত
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তবু আমি বলি
ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি
জানি, এ প্রাণে অনেক ক্ষত অনেক বিক্ষোভ
তবু কে যেন ইন্ধন দেয়- চুপি চুপি বলে
তুমি এসো, খুব কাছে এসো--
একি ছলনার অভিনয়ে বলেছো- ভালবাস !
সত্যি কি জান ?
ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !
এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত ।
হয়তো হত না এ প্রাণের এত ক্ষত !!!
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment