আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

যে ভাষা বুঝেনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১০-১১-২০২২ ইং
*******************
-----------------------------------
যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই
সে তোমাকে অপমান করবে সর্বদাই ।
সে ভাববে তুমি মূল্যহীন
তার জন্যে ব্যাকুল প্রাণ ।
ভালবাসা হবে এখানে তুচ্ছ- নগন্য
যে সন্মান করেত জানে তাকেই শুধু
হৃদয়ের ভাষা বলিও তুমুল বিল্পবে
এ যুদ্ধ হবে স্বর্গিয় ! এ যুদ্ধ হবে বিজয়ের !
যে ভাষা বুঝেনা সে হবে অহংকারী
সে হবে দুর্দান্ত অভিনয় শিল্পী – ছলনাময়ী
মুহুর্তে মুহূর্তে মিথ্যা সংলাপে
তোমাকে পুড়াবে, তোমাকে জানাবে
যা ছিল সব মিথ্যে-
তোমার এ রাত্রি দিন অসাধ্য সাধন
সবই হবে ব্যর্থ্, সবই হবে অপমান !
তুমি যাই বল- কোন উত্তর পাবে না
সুতরাং
যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই
সে তোমাকে অপমান করবে সর্বদাই ।
--------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment