নেতৃত্বের শূন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
কোন নির্লোভ নেতার পাই না দেখা ।
কর্মীরা রক্ত দেয় তুমুল মিছিলে মাঠে ময়দানে
ওরা নিজ স্বার্থ্ করে পুষ্ট ক্ষমতার সিংহাসনে
আজ আর নেই দেশপ্রেম প্রাণধারণে।
কর্মী জীবন দেয় নেতা পল্টি দেয় পালাবদলে
স্বার্থপর নেতা পেয়েছি লাল-সবুজের তলে
লোভী নেতৃত্ব ছলে বলে কৌশলে—
এখন শুধু সিংহাসন দখলের যুদ্ধ বাংলা জুড়ে
মুক্তির ডাক শুনি না আর অন্তরে অন্তরে
নেতা পেয়েছি অযূত হাজার ব্যানারে পোষ্টারে।
আর্দশিক নেতৃত্ব চাই এ বাংলার শিখরে
অসৎ নেতৃত্ব তুলেছে তুফান স্বাধীন প্রান্তরে।
নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment