আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তাহলে শুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
এমন করে হাসি দাও, ভিতরটা ছুঁয়ে যায়
শরীরটা কেঁপে উঠে কি এক বাসনায়-
জানি না, কি তা ! তবে খুব মিস করি
কিছু একটা—
এমন করে কেন তাকাও ? বলে ফেল
তুমি আমার শুধুই আমার রাত্রি -দিন
আর পারছি না- সত্যিই পারছি না
এত সুন্দরী কেন ? কি এক লাবণ্য তোমার !
শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে
আমি আবিস্কার করেছি আমার ইচ্ছাকে
সেই কথা বলব , প্রাণ খুলে বলব-
শুনবে ?
তাহলে শুন, তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment