আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

অদ্ভুদ চাওয়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৮-১১-২০২২ ইং
*******************
এক অদ্ভুদ চাওয়া, জানি তুমি হে বলবে না
তুমি হাসবে, তুমি তাকাবে তবু ভালবাসবে না
কেন এত কষ্ট দাও হে প্রিয়তমা ?
আমিতো শুধু ভালবাসতে এসেছি
আজ আমি ক্লান্ত, ক্লান্ত আমি কর ক্ষমা
মুক্তি দাও এ ব্যাকুল প্রাণ হে সুষমা !
জানি ছিন্ন করবে এ অস্থি মজ্জার ডোর
তবু বলব তোমাকেই ভালবাসে চিত্ত মোর
হঠাৎতুমি এসেছিলে হৃদয়ের পাত্রে
অনেক সযত্নে রেখেছি দিনে ও রাত্রে
শুধু তুমি বুঝলে না, উত্তর দিলে না শেষে
তবু বলব তরঙ্গ উঠেছে এ প্রাণে
এক অদ্ভুদ চাওয়ার উদ্দেশে—
তুমি নাই তবু আছো আমার হৃদয়ে, হে মনোরমা।
----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment