উৎপাদক
জীর্ণ-শীর্ণ ক্ষুদ্র রুগ্ন-আড়ষ্ট মোর কায়া,<br>
কোলাহলময় নির্জন পথে;<br>
বিরামহীন হেটে চলি,<br>
আপনি দেখিনা আপনার ছায়া।<br>
<br>
ওহে চির উন্নত-উদ্ধত-বিত্তবান<br>
ভেবে দেখেছো কি?<br>
তোমার কায়া,তোমার ছায়া<br>
আমার তরেই বহমান।<br>
<br>
আমি পিছনে বলেই, তুমি সামনে<br>
আমি মুচী বলেই,তুমি গাজী<br>
আমি মেথর বলেই, তুমি হাজী<br>
আমি পশ্চাতেই রই, উহাতেই সই<br>
তবুও আমায় পিশতে কর কত কারসাজি! <br>
<br>
হেলায় অবহেলায় কাটে দিবারাত্রি<br>
উহাতেই সুখ তোমার<br>
আমার ব্যার্থতায় ফুটে তোমার হাসি<br>
কারন আমি পেছন পথের যাত্রী।<br>
<br>
আইন গড়ো,ভাঙো তুমি যেমন ইচ্ছে তেমন,<br>
খেলো তুমি দাঁড়িপাল্লার সাম্য-বিন্দু নিয়ে!<br>
ঘুড়াও তুমি দাঁড়িপাল্লার পাল্লা<br>
তবু মোর লঘু ভুলে কেন হায় হায় উঠে রব<br>
ভুল তুই করলি কে'ন?<br>
<br>
স্থলজ আমি জলেতে বাস<br>
জলেই কাটাই দিন<br>
আমায় কুড়ে কুড়ে খেয়ে<br>
উদ্ধত-উন্নত তুমি হয়েছ প্রথম<br>
সারির উন্মাদ লোক<br>
পেছনের চাষা আমি <br>
পেছনেই মোর স্থান হোক!<br>
<br>
Regards,
Abdullah Al Noman | aalnoman591@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
জীর্ণ-শীর্ণ ক্ষুদ্র রুগ্ন-আড়ষ্ট মোর কায়া,<br>
কোলাহলময় নির্জন পথে;<br>
বিরামহীন হেটে চলি,<br>
আপনি দেখিনা আপনার ছায়া।<br>
<br>
ওহে চির উন্নত-উদ্ধত-বিত্তবান<br>
ভেবে দেখেছো কি?<br>
তোমার কায়া,তোমার ছায়া<br>
আমার তরেই বহমান।<br>
<br>
আমি পিছনে বলেই, তুমি সামনে<br>
আমি মুচী বলেই,তুমি গাজী<br>
আমি মেথর বলেই, তুমি হাজী<br>
আমি পশ্চাতেই রই, উহাতেই সই<br>
তবুও আমায় পিশতে কর কত কারসাজি! <br>
<br>
হেলায় অবহেলায় কাটে দিবারাত্রি<br>
উহাতেই সুখ তোমার<br>
আমার ব্যার্থতায় ফুটে তোমার হাসি<br>
কারন আমি পেছন পথের যাত্রী।<br>
<br>
আইন গড়ো,ভাঙো তুমি যেমন ইচ্ছে তেমন,<br>
খেলো তুমি দাঁড়িপাল্লার সাম্য-বিন্দু নিয়ে!<br>
ঘুড়াও তুমি দাঁড়িপাল্লার পাল্লা<br>
তবু মোর লঘু ভুলে কেন হায় হায় উঠে রব<br>
ভুল তুই করলি কে'ন?<br>
<br>
স্থলজ আমি জলেতে বাস<br>
জলেই কাটাই দিন<br>
আমায় কুড়ে কুড়ে খেয়ে<br>
উদ্ধত-উন্নত তুমি হয়েছ প্রথম<br>
সারির উন্মাদ লোক<br>
পেছনের চাষা আমি <br>
পেছনেই মোর স্থান হোক!<br>
<br>
Regards,
Abdullah Al Noman | aalnoman591@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment