গণপিটুনি - যে রোগের ওষুধ নেই
******************************
রচনা - অসিত কুমার পাল
সময়ে সময়ে নানা জায়গায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটে,
তাদের মধ্যে কিছু কিছু রোগ প্রাণঘাতি হিসাবে সাব্যস্ত হয় ।
বিজ্ঞানীরা গবেষণা করে কিছু রোগের ওষুধ আবিস্কার করেন,
কিন্তু চেষ্টা স্বত্বেও কিছু রোগের ওষুধ অনাবিস্কৃত থেকে যায় ।
এধরনের একটি ভয়ঙ্কর রোগের নাম গণপিটুনি বা গণধোলাই ,
ইদানিং দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে এর প্রাদুর্ভাব ঘটছে ।
কোন একজন তার ব্যক্তিগত স্বার্থে তার অপছন্দের লোককে
মোবাইল চোর বা ছেলেধরা বা ধর্মবিরোধী হিসাবে ঘোষণা করে।
তারপরে গুজবে বিশ্বাসী কিছু নিষ্কর্মা লোককে প্ৰরোচিত করে
সেই মানুষটির প্রতি অবিরাম নির্মম অত্যাচার শুরু হয়ে যায় ।
কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাকে বাঁচাতে এগিয়ে আসে না ,
পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছে মৃত অথবা অর্ধমৃত
অবস্থায় লোকটিকে উদ্ধার করলেও অভিযুক্তদের খুব কম
ক্ষেত্রেই ধরা যায় বা আইনের সাহায্যে শাস্তি দেওয়া যায় ।
প্ৰচলিত কোন ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন সিরাপ বা
মলম দিয়ে গণপিটুনির মারাত্বক রোগকে কাবু করা যায় না ।
তাই এখানে ওখানে অনেক লোক গবিপিটুনিতে মারা যাচ্ছে ।
বিজ্ঞানীরা এই মারন রোগের ওষুধ আবিষ্কার করতে পারবেন ?
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
তাং - ২৪/০৬/২০১৯ ।
Regards,
Ashit Kumar Paul | ashitpaul@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
******************************
রচনা - অসিত কুমার পাল
সময়ে সময়ে নানা জায়গায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটে,
তাদের মধ্যে কিছু কিছু রোগ প্রাণঘাতি হিসাবে সাব্যস্ত হয় ।
বিজ্ঞানীরা গবেষণা করে কিছু রোগের ওষুধ আবিস্কার করেন,
কিন্তু চেষ্টা স্বত্বেও কিছু রোগের ওষুধ অনাবিস্কৃত থেকে যায় ।
এধরনের একটি ভয়ঙ্কর রোগের নাম গণপিটুনি বা গণধোলাই ,
ইদানিং দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে এর প্রাদুর্ভাব ঘটছে ।
কোন একজন তার ব্যক্তিগত স্বার্থে তার অপছন্দের লোককে
মোবাইল চোর বা ছেলেধরা বা ধর্মবিরোধী হিসাবে ঘোষণা করে।
তারপরে গুজবে বিশ্বাসী কিছু নিষ্কর্মা লোককে প্ৰরোচিত করে
সেই মানুষটির প্রতি অবিরাম নির্মম অত্যাচার শুরু হয়ে যায় ।
কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাকে বাঁচাতে এগিয়ে আসে না ,
পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছে মৃত অথবা অর্ধমৃত
অবস্থায় লোকটিকে উদ্ধার করলেও অভিযুক্তদের খুব কম
ক্ষেত্রেই ধরা যায় বা আইনের সাহায্যে শাস্তি দেওয়া যায় ।
প্ৰচলিত কোন ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন সিরাপ বা
মলম দিয়ে গণপিটুনির মারাত্বক রোগকে কাবু করা যায় না ।
তাই এখানে ওখানে অনেক লোক গবিপিটুনিতে মারা যাচ্ছে ।
বিজ্ঞানীরা এই মারন রোগের ওষুধ আবিষ্কার করতে পারবেন ?
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
তাং - ২৪/০৬/২০১৯ ।
Regards,
Ashit Kumar Paul | ashitpaul@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment