আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

দুই ভূবণ - মোহাম্মদ দিলু

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


০৪/০৯/১৮ইং
               

আমি পথের শিশু
পথেই আমার বসবাস,
আমরা খাই পান্তা ভাত
তোরা কোরমা পোলাও খাস্।

ভোরবেলায় ঘুম ভাঙ্গেঁ আমাদের
ঐ বিকট রেল গাড়ীর ডাকে,
তোরা তখন ঘুমাও আয়েশে
কতো সুখে নিয়ে যে মাকে।

আমরা ওতো কত সুখি
থাকি মায়ের আঁচল তলে,
আমাদের অসুখ হলে
সেরে যায় মায়ের চোখের জলে।

তোদের একটু জ্বর হলে
দেখাস্ গিয়ে মস্ত বড় ডাক্তার,
তোদের আজ আছে বলে
মস্ত বড় টাকার পাহাড়।

আমরা পথে চলি ভাই
লেখাপড়ার মোদের স্কুল নাই,
দুবেলা যাতে খেতে পারি
সেই আশাঁয় ভোরে উঠে পথে নেমে যাই।

তোরা উঠিস্ সকাল ১০টায়
উঠেই স্কুলে যাস্,
আমরা দুরে থেকে তাকিয়ে থাকি
যখন তোরা দামী জিনিস কিনে খাস্।।

No comments:

Post a Comment