আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

সেই সুখভরা বুকে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৩-১০-২০২০ ইং

**********************

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি,

তবে এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এই দেহ এই প্রাণ এখনো তরঙ্গ দুলে

তোমাকে খুঁজে তোমাকে চায় বসন্ত ফুলে।

এতো ব্যাদনা তবু সুখ আছে ও নয়নে

তুমি এসেছিলে, ভালবেসেছিলে ঘ্রাণে ঘ্রাণে

মেলেছিলে ফুলের ডানা চাঁদের আলোক

তবু কেন তরঙ্গ জলে মরু খরা শোক !

এতো কাছে তবু যেন শত বিরহের ব্যাথা

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা

এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি

এসেছিলে তুমি হয়েছিলে প্রণয়ের লাজ,

সেই সুখভরা বুকে আগুন জ্বালালে আজ।

এতো কাছে তবু সুদূরে হয়েছো বিলীন

ওগো এখনো চেয়ে আছি অবিরত নিশিদিন।

--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment