আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

চুপি চুপি বলে উঠলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-১০-২২ ইং।
***********************************
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
ঢেউ তুলে --বিনিদ্র ঢেউ তুলে-- কান পেতে শুন
কে যেন বুকের মধ্যে শিহরণ তুলে--
দূরে যেতে চেয়েছি অনেক দূরে যেতে চেয়েছি
তবুও যাওয়া হল না তবুও যাওয়া হল না
বার বার ফিরে এসেছি পাল তুলেছি
অমৃতের মধ্য সাগরে-
তরঙ্গ সফনের অথৈ গভীরে
এখন তপ্ত জল! জোয়ারের খেলা
দু'কূল ভেসে গেছে বন্যার জলে
আজ উল্লাসে ভাসাবো ভালবাসার তরী
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
চুপি চুপি বলে উঠলো- এসো--- খুব কাছে এসো--
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment