সেতো সেরা সেতো মুক্তির
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*****************
এত প্রেম কোথায় পেলে
এত মুক্তির গল্প শুনি
কে দিয়েছে শক্তি তোরে
কোন সে বীরের মন্ত্রখানি!
কে দিয়েছে সুবজ তটে
লাল বৃত্তের বিন্দুখানি ।
কে দিয়েছে স্বাধীন পাল
কোন সে বীরের বজ্র ধবনি !
কে দিয়েছে স্বপ্ন পতুল,
রূপ ভরা যার অঙ্গখানি ।
কে তুলেছে বিশ্ব সভায়
লাল সবুজ দিয়েছে আনি
সেতো জাতির বীরের বীর
বাংলা মায়ের মধ্যমণি
শেখ মুজিব কোন সে দেশের
স্বাধীন বাংলার ফুল ছড়ানি।
সেতো সেরা সেতো মুক্তির
মায়ের বুকে উড়উড়ানি ।
"সোনার বাংলা" সুরে পেলাম
বিশ্ব কবির কবিতাখানি ।
--------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment