সর্বনাশী আগুন উপকারী আগুন
রাতুল গুন
আগুন
জ্বলছে দাউ দাউ
সবকিছু পুড়ে ছাই।
আগুন
সর্বনাশী ।
আগুনের
কি তেজ
জ্বলছে দাউ দাউ
পুড়ছে গা গতর
প্রান নিচ্ছে কী যন্ত্রনা দিয়ে।
আগুন সর্বনাশী
সর্বগ্ৰাশী ।
উপকারী আগুনের তাপে
গরম হয়ে পানি
হচ্ছে অন্ন,মাছ, মাংস রান্না।
আগুনের তাপে
পাচ্ছে আরাম
গরীব মানুষ।
আগুনের তাপে
শেষ হচ্ছে সব।
Regards,
Shirsendu goon | primeratul@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment