আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মহা শ্মশান......
কৃষ্ণ বর্মন........

এখানে মৃত্যু শোকের নয়
এখানে মৃত্যু উৎসবের
এখানে আগুনের বিশ্রাম নেই
এখানে পোড়া চামড়ার গন্ধ সুগন্ধী আতর।
পোড়া ছাই এখানে মুক্ত দিগন্তের আবীর হয়ে
উড়ে বেড়ায় উদাসী বাতাসের খেয়ালে।
এখানে মৃত্যু শোকের নয়
এখানে মৃত্যু উৎসবের।

প্রানবন্ত বাজারের দু'ধারে জীবনের জীবন্ত সম্ভার।
ডালায় ডালায় বিক্রী হয় মনোষ্কাম,দীর্ঘায়ূর প্রার্থনা।
ম্রীয়মান অশীতিপর দীর্ঘ সারিতে প্রতীক্ষায়
বংশ প্রদীপের শিখার প্রজ্জ্বলনের প্রত্যাশায়,
ঘন ঘন কন্ঠ মেলায় সে জয়ধ্বনিতে।
অসতর্কতায় আশীর্বাদি ফুল মাটিতে পড়ে যাওয়ায়
পাপ স্খলনের জন্য দুই হাজারি হোম,
সরাসরি মায়ের পায়ে প্রণামের জন্য
পান্ডাদের হাঁকাহাঁকি দর কষাকষি।
এরই মাঝে কলরবে কলততানে মুহুর্মুহু ভেসে আসে
শেষ পারাবারে শেষ যাত্রার ধ্বনি।

আগুন এখানে লেলিহান নয়
আগুন এখানে মন্ত্রপূত পূন্যাগ্নি
যাতে পুড়ে ছাই হয়ে যায় অহম,অহঙ্কার,পাপ,গ্লানি
উপশম হয় সব দুঃখ,কষ্ট যন্ত্রনা।
এখানে আগুনে আগুনে ফাগুন পোড়ে।
এখানে শীত,গ্রীষ্ম,বর্ষা নেই।
এখানে সর্বদা ঝরে যাওয়া বসন্ত
কারন এখানে মৃত্যু শোকের নয়
এখানে মৃত্যুর উৎসব অনন্ত।

Regards,
কৃষ্ণ বর্মন | Krishnabarman201720@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment