ছাত্র জীবনের শেষে
---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************
ছাত্র জীবনের শেষে
ভঙ্গুর ভবিষ্যৎ বার বার কড়া নাড়ে চিকন কালো কেশে
স্বপ্নটাকে তেড়ে তেড়ে
চাকুরীর নৌকাটাকে ভীড়ায় জীবনের অন্তিম নোঙ্গরে
এক পরাজয়ের সন্ধ্যা নেমে আসে স্বপ্নীল অভিসারে
নেচে উঠে চৌদিকে বিষাক্ত ছুরি
মেধাবী ছাত্রের কাঙ্খিত স্বপ্ন হয় চুরি
আজ যে চাকুরী প্রার্থীরা বঙ্গে মরি মরি-
ছাত্র জীবনের শেষে ধেয়ে আসে এক অভিশপ্ত হতাশার তরী;
কত যে চাকুরী প্রার্থী দুয়ারে দুয়ারে
দিবা- নিশি যাচ্ছে ঘুরে ঘুরে
কিন্তু এর নিশ্চয়তা কোথায় ?
ঘিরে আছে এক অমানিশা স্বপ্নের আঙ্গিনায়!
ধীরে ধীরে স্তব্দ আসে তরুণ তরুনীর অভিপ্রায়;
কত চাহিদা, কত বাঁধা, কত সিন্ডিকেটের দৌরত্ব চাকুরীর ছায়াপথে;
চাকুরীর চৌকিতে লোভী কালো প্রহরীরা দাঁড়িয়ে আছে রথে রথে--
কে এর প্রতিকার করে বলবে অশুরেরা সব বিদায়?
যোগ্যতার ভিত্তিতে চাকুরীর ফুল ফুটবে বাগানের ডালে ডালে
আমি সেই নিশ্চিয়তা দেখি না- হে জাতির বিবেক তোমারই ছায়া তলে,
আজ তুমি বল, আর হবে না কভূ,
দূর্ণীতি, অনিয়ম চাকুরীর প্রভূ !
ওহে লক্ষ লক্ষ মেধাবী বেকারে তোমার বুক গেছে ভরি.
সেই খবর কি তুমি রাখ ?
ছাত্র জীবনের শেষে আর যেন মেধাবীরা না যায় অকালে মরি !
---------------------------------------------------32-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment