আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

জাতীয় চার নেতা
---------------------মোঃ আমিনুল এহছান মোল্লা
বঞ্চিত মানুষের মুক্তির প্রতীক বিজয়ের ধ্বনি
সমর রণের কালজয়ী বীর অমর গুনি ।
সৈয়দ নজরুল তাজঊদ্দিন কামরুজ্জামান মন্সুর আলী
মুক্তির টানে ছুটেছে রণে ভুবন অলি গলি ।

তরঙ্গের সাহসী কান্ডারী তরীর উড়ন্ত নিশান
একই সুরে গাওয়া জাতীয় চার নেতার গান ।
মুক্তির আলো তরীর মাঝি জাতীয় চার নেতা
সাড়ে সাত কোটি বাঙ্গালীর অমীত স্বপ্নের ত্রাতা ।

বঙ্গ বন্ধুর সহচর সংগ্রামী অকুতোভয় পাল
জয় বাংলা শ্লোগানের উত্তাল রণ তাল
বঙ্গ তাজ সৈয়দ নজরুল মন্সুর কামরুল
শত্রু ভয়ে দমেনি কভূ উঠিয়েছে আঙ্গুল ।

কম্পিত পীছ ঢালা রাজ পথ অলি গলি সবখান।
হঠেছে দোসর রাজাকার গর্জিত সমর রণ ।
স্বাধীকার ভ্রতে মুজিব ডাকে হয়নি নতজান ।
জাতীয় চার নেতার আঙ্গুলী ঐ চির মহিয়ান।


মুক্তি যুদ্ধের স্বাধীন বাংলা ওদেরই অবদান ।
৩ নভেম্বর ১৯৭৫ ইং
পাকিকস্তানী দোসর অকৃতজ্ঞ বেইমান
রক্ত ঝরা বুলেট কামান নিয়েছে নেতার প্রাণ ।
সৈয়দ নজরুল বঙ্গ তাজ বাংলার পালোয়ান
মায়ের বুকে মন্সুর কামরুজ্জামান আজও গরিয়ান।
-----------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

***************************

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment