আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

সেই শিশু নাঈম
---------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************
সেই শিশু নাঈম মানবতার জানালাটি দিল খুলে
লক্ষ জনতায় ঢুকে ঢুকে।
এতো আগুনের দাবানল! তবু নিজের প্রাণকে ভুলে
উজার করে দিল নিজেকে-

তামাম পৃথিবী অবাক বিষ্ময়ে দেখল তারে
এক মানবতার দৃশ্য যেন "এফ আর টাওয়ার "জুড়ে!
যে নামটি আজ বি্শ্ব মানবতার পাতায় পাতায় ফুলে
অজান্তে গেল লিখে ।
এতো অশুভের মাঝেও সেই শিশুটি শুভকে যায়নি ভুলে
এক মৃত্যেুর অভিমুখে

অভিরাম মানবতার পর্দাটি উড়েছিল প্রাণপন লড়ে
ভয়াবহ অগ্নির দাবানলে ।
মানুষ মানুষের জন্যে এই গানটি সুরে সুরে
গেয়েছিল দেহ প্রাণে-
মনে হচ্ছিল যেন সমস্ত দুঃখীই তার দম
যে আমাদের সেই শিশু নাঈম-একদম !

মৃত্যেু জেনেও খোঁজেছে নাঈম মানবতার সেই ফুল!
ওহে আমরা কি নেব শিখে ?
প্রেমের আলোতে পৃথিবীর মানুষেরা পাবেই মুক্তির কূল ।

সেই শিশু নাঈম মানবতার জানালাটি দিল খুলে
লক্ষ জনতায় ঢুকে ঢুকে।
------------------------------------30-03-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment