আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

শুধু একবার ফুটো
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা -

গোলাপটিও ফুটেনি প্রাণের সুবাসও ছড়েনি..

যার অনুভবে হৃদয়টি হেসেছিল প্রেমের তটনি

সে আজ বড় নিষ্ঠুর ! বড় বেশী অগ্রাসী নির্মম !

যার পথ চেয়ে চেয়ে এ হৃদয় ভাবত প্রিয়তম

সে ফুল মগডালে আর জাগেনা বিপুল আগ্রহে.

হৃদয়ের প্রেরণা যোগায় না প্রবল প্রবাহে

সেই স্বপ্নের ফুল আজ কি ঝরে গেছে ?

শুধু একবার ফুটোবারে বারে ফুট,হৃদয়ের স্পন্দিত গাছে ।

--------------------------------12-9-2018,রাওনাট কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment