আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বিল্পবে তুমি "শহীদ মিনার"
----------------মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই কবে! মনে নেই -তবুও জাগো , বিপ্লবে সংগ্রামে জনতার ভিতর
জম্ম তোমার বিপ্লপ উত্তর -১৯৫২ সালে রক্ত ঝরানো বঙ্গ বীরের
বুলেটের আঘাত -কামানের গোলা-ওদের রক্ত চক্ষু করেছা নতশির
মায়ের ভাষায় তাই কথা কও,
পশ্চাতে ঐ ছালাম বরকত রফিক জাব্বার ।
রক্ত ওদের করনি বৃথা করেছো নিপাত দোসর ।
এনেছো মায়ের মুখের ভাষা তাড়িয়ে জাতির অসুর ।
অথচ আজ দেখ,
তোমারই সঙ্গী -তোমারই শত্রু -ওদেরই গুপ্ত চর
ছিনে নেয় পুড়ে ফেলে স্বাধীন পতাকা করে ভাঙ্গচুর ।
সেই বিপ্লবী স্পৃহা জাতির হুঙ্কার আজ নিভু নিভু
হে বাঙ্গালী সংগ্রামী নজোয়ান রুখে দাড়াও কর ওদের কাবু
-------------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

***************

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment