আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তুমি যে সেই প্রাণের জুটি
----------মোঃ আমিনুল এছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
************
তোমার চেয়ে নাইকো মধুর
তুমি যে সেই প্রাণের জুটি
মিলন গ্রহের স্পর্শ্ ভেলা
সব প্রেমিকার চাইতে খাঁটি ।

সৌরভ গায়ে সুবাস ছড়া'
উতাল করা, দিশেহারা
যেখানে মোর অঙ্গ রাখি
সেখানেই তার মধু ঘাঁটি ।

শিহরে সেই তৃপ্তি এসে
পাগলা দামাল ক্ষীপ্ত ঘেঁষে
প্রেম মহলে বাড়ায় গতি
তপ্ত রাশি লুকিয়ে কাঠি ।

ইচ্ছে ক্ষুদার ধরনীতে
বদলে প্রেম আপন পথে;
স্বপন চাওয়া চাঙ্গা করে
তুমি যে আজ সঙ্গী পা'টি ।


যুগল প্রেমের গোপন কোষে
সুখ প্রেমে তাই যুদ্ধ হাসে
কোল ভরা আজ দু'টি ধনে
আয়ান হ্যাপি বাধা আঁটি ।

তোমার চেয়ে নাইকো মধুর
তুমি যে সেই প্রাণের জুটি।

-----------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment