আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

জ্ঞানের শালায় আয়
---------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
**************
আঁধার নিশি রাত পোহালো
স্বপ্নকাশে জাগল আলো
দেখতে তোরা আয় !
প্রভাত রবি ঝলক জ্বলে,
শুভ্র মেঘে কিরণ পালে
লাল-সবুজের গায় ।
বইয়ের আলো,জ্ঞানের আলো,
ছাত্র ছাত্রীর নবীন আলো-
আলোর ভেলায় যায়!
জাগছে এবার আঁধার তেড়ে
অস্র নেশা ধবংস করে ।
পিতার স্বপ্ন আশায়।
ছাত্র ছাত্রীর নবীণ জ্ঞানে
উঠুক বেজে বইয়ের গানে
প্রতি পাতায় পাতায়।
স্বপ্ন দেখি হৃদয় কোণে,
থাকবি তোরা জাতির মনে
জ্ঞানের শালায় আয়।।
-------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment