কথা রাখলেনা
রাতুল গুন শীর্ষেন্দু
তুমি আসবে আজ
আসলে না ।
কাল আসবে বলে
কেটে দিলে ফোন
কাল ও ছলনা করলে
আসলে না।
ফোনের সুইচ অফ
ফেসবুকের আইডি বন্ধ
আমার দোষ কি
কেন এরকম ছলনা করছো
নাকি ভালোবাসার পরীক্ষা নিলে
কৌশলে ।
তুমি আসবে বলে
অনেক দিন ঘোরালে
আসবে বলে না এসে
কথা ,রাখলে না
বিশ্বাসের অমর্যাদা করলে
কথা দিয়েও না রেখে।
Regards,
Shirsendu goon ratul | primeratul@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment