বাঁচার চেয়ে বেশী মরন
-------- মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
******************
নিকোটিনের মিল আছে তামাক আর বিড়িতে-
জর্দা ধোঁয়া মিল হলে মরণ আসে দেহেতে!
ইয়াবা গাঁজার সাড়া পেলে নেশারা তৈরী,
সুস্থ আর অসুস্থ চিরকাল বৈরী !
প্রাণ আর মৃত, কোনো দিন মিলে সে ?
দুষ্টের ডাক শুনে ভাল জ্বলে হিংসে !
নেশা খাওয়া যুবাকে তোমরা কি দেখনি?
ভাল ভাল থেকো যেন ছেড়ে দাও এখনি ।
বাঁচার চেয়ে বেশী মরন সব প্রকার নেঁশাতে-
জেগে তুমি উঠ হে- নেশার জগত ছাড়াতে ।
--------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment