তোরা প্রাণবন্ত
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*****************
ওরে ছাত্র, ওরে জ্ঞানের আলো,
ওরে ছাত্রী, ওরে জ্যোতি,
দুর কর তুই অজ্ঞদের কালো ।
বই হাতে কলম হাতে প্রভাত কালে
ছুঁড়ে ফেল নিন্দুকেরা যে যা বলে,
সকল ব্যর্থ্তাকে ভুলে উচ্চ স্বরে
গেয়ে যা বিজয়ের অমীত সুরে ।
স্বপ্নগুলো উড়েছে তোদের আশায়
আর তো কিছুই চাই না রে
তোদের জ্ঞানে, তোদের লেখা পড়ায় !
ওই যে প্রবীণ, চায় যে শুধু দেখে,
তোরা দিয়েছিস আলো ,সঠিক পথ রেখে ।
ভ্রান্ত অজ্ঞদের বন্ধ করা ধরায়
তোরা প্রাণবন্ত, দেখরে জ্ঞানের আলো ।
উগ্রবাদের দিকে তাকাস না যে কেউ
ওরা ওঁত পেতে তোকে ডাকছে
চারিদিকে ভ্রান্ত মতের উত্তাল ঢেউ ।
মরণ নেশার অগ্নি ফাঁদে উগ্র দলে
তোদের পানে চেয়ে ফঁন্দি এটে এটে
সতেজ প্রাণকে নিথর দেহে পথে ঘাটে !
যে যার পথ ভ্রষ্টে ভ্রান্ত মতের বিলাসে
আয় আলো, আয় রে জ্ঞানের বিকাশে।
চাইনা দেখি সেথায় তোরে, করছি তোরে মানা
তোর জ্ঞানে চাই যে আলো, দেখব তোরে যখন
হাসব সবে -হাসবে মা -হাসবে জগত খানা ।
তোর সংঘাতে জিতবে ওরা উঠবে অট্ট হেসে
তোর ধবংস মায়ের স্বপ্ন, পুড়বে অগ্নিশিখার ত্রাসে ।
তোরা প্রাণবন্ত,আয় ফিরে আয় দিসনা স্বপ্ন ধসে ।
------------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment