আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

কেউ বুঝতে চায়না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
একদা স্নেহ শ্রদ্ধার গভীর ধ্যানে
পৃথিবীর প্রাণগুলো থাকিত আকুল প্রাণে।
আজ এক রহস্যের তিমির তলে
মোহময় ধ্যান মগ্নের প্রদীপ জ্বলে।

কেউ বুঝতে চায়না আর আপন করি
এ জীবন এ সংসার কত যুদ্ধের পথ ধরি
কত লাঞ্চনা কত অপমান অনাদি স্রোতে
একাকী ভেসে যায় রক্তক্ষরণের অশ্রুপাতে।

তবু কেউ বুঝতে চায় না এ অপমান !
যে যার স্বার্থে আপন চক্রে ঘূর্ণমান ।
যতক্ষন ফুল ফুটে ভ্রমর আসে মধুর টানে
আজ ফুল নেই কেউ নেই নিখিল বাগানে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment