আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মুক্তির পতাকা পিষ্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২২ ইং।

***********************************

বাঁশের প্রদর্শনী জাতি কি দেখতে পাও ?

গণতন্ত্রের মূল মন্ত্র উধাও !

পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !

মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।

প্রতিবাদের অন্তরালে প্রহসনের লাঠি বাঁশ

লগি বৈঠা অগ্নি সন্ত্রাস আশ-পাশ

এ মিছিলে আছে মীরজাফরের জাল

ওগো দেশ প্রেমিক একি তোমাদের হাল

যে গণতন্ত্র জনতা হতে দূরে – বহুদূরে

সে লগি বৈঠা বাঁশ ডাকে অজস্র মৃত্যুরে

এতো নয় কোন প্রতিবাদ

এতো এক উস্কানি সন্ত্রাসবাদ ।

ওইসব ক্ষমতা লোভীদের শিখর চূড়ায়

বাঁশের মিছিলে মুক্তির পতাকা পুড়ায়।

এ এক দেশ প্রেমিকের রক্ত রক্ষণ

এ এক দেশ দ্রোহীদের কুট জাল বুঁনন
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !

মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।

-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment