এখনো বাঙালির বুকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২২ ইং।
***********************************
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়
মত পথের ভিন্নতায়
কিংবা ক্ষমতা লোভীদের অভিপ্রায়
বাঙালির গর্বিত পতাকা- লক্ষ্ শহীদের রক্ত
মত পথের ভিন্নতায় দ্বিধা বিভক্ত !!
অথচ মুক্তির নিশান এক এবং অভিন্ন
তবে কেন এতো ছিন্ন ভিন্ন ?
এ ছদ্মবেশী দেশ প্রেম কবে যাবে অবকাশে ?
কবে উড়বে সাম্যের পতাকা বসন্তবাতাসে !
এখনো বাঙালির বুকে পরাজয়ের দীর্ঘশ্বাস !!
ঝরা বকুলের বিরহী কান্না আকাশ- বাতাস
চারিদিকে ছদ্মবেশী দেশ প্রেমের নগ্ন উল্লাস
জনতার মুক্তি নেই আর হরষ বরষ
যে দিয়েছিল মুক্তি যুদ্ধের শিরোনাম
যে লিখেছিল স্বাধীন বাংলাদেশের নাম
সেতো লাল সবুজের জ্যোতি- মৃত্যুঞ্জয় !
এখনো বাঙালির বুকে তা্রই সূর্য্দয় ।
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়----
---------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment