আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

সব যে শেষ হবে একদিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
হে মানুষ, কোথায় ছুটেছো কিসের টানে ?
তোমার ঠিকানা তো এটা নয়, কে জানে !
যদি জানতে ভাবতে দিবস-যামী
তুমি নও তোমার- এ মাজারে -এ ভূমি!

কেন এত দম্ভ অহংকার ? কিসের লাগি ?
কেন এত ছুটাছুটি ! এত বিনিদ্র জাগি ?
কত অত্যাচার- জুলুম পৃথিবীর বুকে
কত কান্না হাসি দুখে ও সুখে---

সব যে শেষ হবে একদিন চিরতরে !
এসব কিছু তোমার নয় অবিনশ্বরে।
যদি তুমি রও প্রাণ- ওই প্রভূর ধ্যানে্
ইহ পর মুক্তি বলিছে আল-কোরআনে।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment