আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

শুধু সে বুঝে না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
এ প্রাণে উঠে না আর প্রেমের ধ্বনি !
অন্তরে শুধু অভিনয় ছলনার বাণী।
ভালবাসার মর্ম্ বুঝিছে ইতর প্রাণী
মানুষ শুধু চিনেছে লোভ লালসার ধরনী।

তবু মানুষ ভালবাসে অজানা তরঙ্গের গতি
পথ হারায় তমসার পরে ‍দুরন্ত অতি !
জেনেছে প্রেম ভালবাসা আছে এ ভবে
হৃদয়ের তরঙ্গ খেলা যা বুঝে না সবে।

আজ বিষাক্ত মনে হয়,স্তব্দ মনে তারে
যারে এতো ভালবাসি দিবানিশ প্রহরে।
শুধু সে বুঝে না,
সে কত জুঁই চ্যামিলী হাসনে হেনা।
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment