আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এ এক আইওয়াশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !
স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !

জনতা পুড়ছে শোষন নিপীড়নের দাবানল
যাদের দেখি রাজপথে এইমত একই দল।
তবু জ্বলছে বিদ্রোহের মশাল !

তুমুল গর্জিছে শ্লোগান মিছিলে মিছিল।
ওরা চেনা ! ওরা জানা ওরা একই দল
ক্ষমতা লোভী স্বার্থের দল-

এ এক আইওয়াশ ! বিদ্রোহের মশাল !
পথ ভিন্ন-মত ভিন্ন- অন্তর এক-অভিন্ন
ওরা করে জনতাকে ছিন্ন ভিন্ন—

শুধু জনতা বুঝনা কে আসল ! কে নকল!
চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !
স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !

এ এক আইওয়াশ ! নিঁখুত পরিহাস !
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment