আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বাতিলের সমাহার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
মানুষের তরে শত বাতিলের সমাহার !
যা নহে কোরআন সুন্নাহর সতত দাবীদার।
মুসলিম দাবী করো তবু সত্য নীরবতায়
অধিকার দেওনা বুঝে মোহের অভিপ্রায় ।

ঈমান আছে, নামাজ পড়ো রোজা রাখো
যাকাত দাও হজ্জ করো তবু নিশ্চুপ থাকো
বাতিলে ঢাকা এ প্রাণ জগত পাপে !
তবু মুসলিম দাবী করো রক্তের উত্তাপে।

কোরআন সুন্নাহ'র দাবী কঠিন পাথরে ঢাকা
তাইতো উল্টো পথে ছুটেছে মুমিনের চাকা।
অন্তরে বাজে ওই শয়তানের ধ্বনি !
লোভ লালসার মোহে আজ প্রাণের খনি।

ওহে অন্তরে ইনসাফের চাষাবাদ করো
তুমুল বিদ্রোহ হবে বাতিলেরা থরোথরো-
যার যার হক দিয়ে দাও হিস্যা মানি।
প্রকৃত ঈমানদার হও সংবিধান চিনি।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment