আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

পল্লির কাজ || কবি আমিনুল হক

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


কৃষকদের এত কষ্ট
আগে জানি নে,
রাত দিন পরিশ্রম করে
কষ্টে কাটায় সে।
জেলেরা মাছ ধরে
নদীর তীরে গিয়ে
তখন জেলে খুশি হয়
বড় মাছ উঠলে।
পল্লি গায়ের নৌকার মাঝি
গায় যে দেশের গান,
এমন গানে এমন সুরে
জুরায় সবার প্রাণ।
কুমার বানায় মাটির হাড়ি
করে কত সাজ,
মুচি করে জুতা সেলাই
নেই তো কোন লাজ।
কামার করে লোহার কাজ
বানায় কত কি,
নাপিত বলে আমরাই তো
সম্মানে থাকি।
পল্লি গায়ের মানবগুলি
করে নানান কাজ,
উৎসবে মেতে উঠে
করে সবাই সাজ।


No comments:

Post a Comment