আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

( নদীটি অনেক সুন্দর ) -- পলাশ মন্ডল ।

( নদীটি অনেক সুন্দর )
-- পলাশ মন্ডল ।
১৭/২/২০
নদীটি অনেক সুন্দর,
মাঝে বালুচর ঝিকমিক,
দুকূলে সবুজ প্রান্তর,
মেঘনীলে ঘেরা চারিদিক ।

নদীটি অনেক সুন্দর,
জলরঙে আঁকা দূরগ্রাম,
সকাল রাত্রি দিনভর,
বয়ে চলে নদী অবিরাম ।

কত ঝাউবন, তালগাছ সারি
দুই দিকে সরে সরে যায় ।
কলসিতে লয়ে তৃষ্ণার বারি
কত নারী কত ঘরে যায় !

ডান পাড়ে রেখে ডাহুকের মাঠ,
ভুতুম চরের বাঁশঝাড় ।
বাঁয়ে ফেলে বুড়োশিবতলা ঘাট
বয়ে যায় নদী অনিবার ।

চাষী কাটে ধান, জেলে জাল পাতে
মাঝি গান গায় ভাটিয়াল ।
ঘরছাড়া উড়োমেঘেদের সাথে
নদী বয়ে চলে উত্তাল ।

সারাটি সকাল, সন্ধ্যা, দুপুর
খেয়া বেয়ে মাঝি ক্লান্ত ।
নদীর জীবনে ক্লান্তি যে নেই,
চলে সে অবিশ্রান্ত ।

আঁধার ঘনায়, ক্লান্ত ডানায়
সাঁঝের পাখিরা খোঁজে নীড় ।
মাঠের রাখাল ঘরে ফিরে যায়
সুনসান হয় নদীতীর ।

আকাশের কোলে বাঁকা চাঁদ ওঠে,
জোছনা আলোয় দোলে দুল ।
জোয়ার জলের আরশিতে ফোটে
হাজার তারার নাকফুল ।

এরপর আরও রাত হয়,
পৃথিবী ঘুমায় নিঃসাড় ।
এ নদী তখনও জেগে রয়,
ঘুম যে দুচোখে নেই তার ।

ওগো নদী তুমি কোথা যাও ?
ঠিকানা তোমার কোন গাঁও ?
কোন রমণীর হৃদয় বারতা
কোন পরদেশে কারে দাও ?

কোন সে নারীর দুঃখের রোদন
তোমার দুচোখে উছলায় ?
কার জীবনের না বলা বেদন
তোমার হৃদয়ে ভেসে যায় ?

ক্ষনিক দাঁড়ায়ে বলে যাও নদী
সুখের ঠিকানা কতদূর ?
প্রেমসুধা যেথা বহে নিরবধি,
কোথা সে জীবন মধুপুর ?

নদী বয়ে যায় , পিছনে না চায়,
আকাশে ঘনায় কালো মেঘ ।
দুকূল ভাসায় ঘন বরষায়,
নিশুতি ঝড়ের বাড়ে বেগ ।

কখন যে হয় রাত ভোর !
কাটে সে নিশার ঘনঘোর ।
হৃদয় আকাশে শুকতারা হয়ে
কে যে পিছু ডাকে মনচোর !

নদী যেন বলে, "আমায় ডেকোনা,
চেয়োনা আমায় জানতে ।
আমার ঠিকানা লেখা আছে জানা-
অজানার শেষ প্রান্তে ।

চলার কাব্যে লিখেছি জীবন,
চলারই সুরটি রেখে যাই ।
চলার ছন্দে গেঁথেছি এ মন,
চলারই স্বপ্ন দেখে যাই ।

চলাই দুঃখসুখের বাজারে
শান্তি নামের পণ্য ।
এ জগতে মোরা তাই বারেবারে
আসি যে চলারই জন্য ।

সুধা সাগরের মধুমোহনায়
যে জন যে পথে পথ পাই,
প্রেমের অরূপ অমৃত ধারায়
সে জন সে পথে চলে যাই ।
আপন ছন্দে চলে যাই ।
চলে যাই , শুধু চলে যাই "।।

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment