আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কিছু একই থাকে

( কিছু একই থাকে )
--পলাশ মন্ডল ।
কিছু রাত চোখে কান্না ভরায়,
কিছু রাত চোখে স্বপ্ন আঁকে,
কিছু রাত চোখে অশ্রু ঝরায়,
কিছু রাত চোখে কুয়াশা মাখে ।
রাতগুলি শুধু পাল্টায়, আর
চোখদুটি সেই একই থাকে ।

কিছু ফুল ফোটে ফুল বাগিচায়,
স্নিগ্ধ সবুজ পাতার ফাঁকে ।
কিছু ফুল ফোটে রাতের তারায়,
কিছু ফুল ফোটে মনের শাখে ।
ফুলগুলি শুধু রং বদলায়,
সুগন্ধ তার একই থাকে ।

কিছু মুখে থাকে সুখের আদর,
কিছু মুখ থাকে মায়ায় গড়া ।
কিছু মুখে ঝরে জ্যোৎস্না অঝোর,
কিছু মুখে থাকে ছলনা ভরা ।
কিছু মুখ এসে সামনে দাঁড়ায়,
কিছু মুখ শুধু আড়ালে থাকে ।
বেদনা লুকাতে কিছু মুখ তাই
রঙিন মুখোশ সাজিয়ে রাখে ।
মুখের মুখোশ আলাদা হলেও
মুখগুলি সেই একই থাকে ।

কিছু পথ চলে দূর অজানায়,
কিছু পথ মেশে পথের বাকে ।
কিছু পথ শুধু পাশে থেকে যায়,
ব্যবধানটুকু আলাদা রাখে ।
পথগুলি শুধু ভিন্ন, যদিও
পথের নিশানা একই থাকে ।

কিছু সুখ ভাসে মনের আকাশে,
কিছু সুখে মন ভেসে চলে যায় ।
দুঃখের রাতেও বাতায়ন পাশে
কিছু সুখ এসে হাতটি বাড়ায় ।
সুখের ঠিকানা ভিন্ন হলেও
অনুভবটুকু একই থাকে ।

কিছু প্রেম বোঝে মনের ভাষা,
কিছু প্রেম শুধু স্বার্থ বোঝে,
কিছু প্রেম মনে জাগায় আশা,
কিছু প্রেমে মন মৃত্যু খোঁজে ।
প্রেমগুলি শুধু ভিন্ন, যদিও
মনগুলি সেই একই থাকে ।

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment