স্বাধীনতা তুমি হারালে।
সুজন মাহমুদ
স্কুল কলেজ গার্মেন্টস থেকে নারী হবে বস্রহারা।
এসিড দিবো ছুড়ে শ্রমিকের থালাভরা ভাতে।
কেড়ে নিবো তোমার,
গণতন্ত্র, বাকস্বাধীনতা।
রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা হবে দেশদ্রোহী, ফাঁসির মঞ্চে এনে বিষ প্রয়োগে করিবো
হত্যা।
কবি সাহিত্যিক দার্শনিক সকলেই হবে রাজবন্দী।
সংসদ, অট্টালিকা, মেট্টরেল,
হাতিঝিল একনিমিষে দিবো গুড়িয়ে।
রাজপথ ভাসিয়ে দিবো রক্ত স্রোতে,
সাইক্লোন দিয়ে উড়িয়ে দিবো সুন্দরবন।
দাবানলে দিবো ছাই করে ফসলি মাঠ।
কেড়ে নিবো কৃষকের হাত, ফসল যেনো না ফলে এই মাঠে।
সকলে যেনো অনাহারে আমার চরণ তলে মাথা ঠুকে।
তোমার বায়ান্ন একাত্তরের ইতিহাস দিবো মুছে।
এই মৃত্তিকায় থাকবে না কোন শহীদের রক্তচিহ্ন।
থাকবে না কোন ইতিহাস।
আমি লেখে দিবো তিনকালের ইতিহাস।
আমি শোষক
তেতুলিয়া থেকে টেকনাফ একশো চুয়াল্লিশ দারা থাকবে অনন্তকাল।
সশস্ত্র বাহিনী আমার একান্ত অনুগত।
কেও আমার বিরুদ্ধে গেলে তারা হবে নির্বাসিত।
আমি হবো একনায়তন্ত্র
তোমার তিন কালের ইতিহাস।
স্বাধীনতা তুমি যদি চলে যাও, রক্ত হাতে করিবো শরাপ পান।
আমার জন্মভূমি আমাকে দিয়ো সাড়ে তিন হাত ভূমি।
না হয় কেড়ে নিবো তোমার সার্বভৌমত্ব।
ছিঁড়ে নিবো মানচিত্র।
Regards,
সুজন মাহমুদ | Sujanmahmud1@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
সুজন মাহমুদ
স্কুল কলেজ গার্মেন্টস থেকে নারী হবে বস্রহারা।
এসিড দিবো ছুড়ে শ্রমিকের থালাভরা ভাতে।
কেড়ে নিবো তোমার,
গণতন্ত্র, বাকস্বাধীনতা।
রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা হবে দেশদ্রোহী, ফাঁসির মঞ্চে এনে বিষ প্রয়োগে করিবো
হত্যা।
কবি সাহিত্যিক দার্শনিক সকলেই হবে রাজবন্দী।
সংসদ, অট্টালিকা, মেট্টরেল,
হাতিঝিল একনিমিষে দিবো গুড়িয়ে।
রাজপথ ভাসিয়ে দিবো রক্ত স্রোতে,
সাইক্লোন দিয়ে উড়িয়ে দিবো সুন্দরবন।
দাবানলে দিবো ছাই করে ফসলি মাঠ।
কেড়ে নিবো কৃষকের হাত, ফসল যেনো না ফলে এই মাঠে।
সকলে যেনো অনাহারে আমার চরণ তলে মাথা ঠুকে।
তোমার বায়ান্ন একাত্তরের ইতিহাস দিবো মুছে।
এই মৃত্তিকায় থাকবে না কোন শহীদের রক্তচিহ্ন।
থাকবে না কোন ইতিহাস।
আমি লেখে দিবো তিনকালের ইতিহাস।
আমি শোষক
তেতুলিয়া থেকে টেকনাফ একশো চুয়াল্লিশ দারা থাকবে অনন্তকাল।
সশস্ত্র বাহিনী আমার একান্ত অনুগত।
কেও আমার বিরুদ্ধে গেলে তারা হবে নির্বাসিত।
আমি হবো একনায়তন্ত্র
তোমার তিন কালের ইতিহাস।
স্বাধীনতা তুমি যদি চলে যাও, রক্ত হাতে করিবো শরাপ পান।
আমার জন্মভূমি আমাকে দিয়ো সাড়ে তিন হাত ভূমি।
না হয় কেড়ে নিবো তোমার সার্বভৌমত্ব।
ছিঁড়ে নিবো মানচিত্র।
Regards,
সুজন মাহমুদ | Sujanmahmud1@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment