আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

মা এক অনুভূতি

( 'মা ' এক অনুভূতি )
--পলাশ মন্ডল ।
আচ্ছা, এমন যদি হত ?
সবার মা'কেই দেখতে হত আমার মায়ের মত ?

একই শাড়ি, একই চুড়ি, একই চোখের চাওয়া !
একই সুরে ঘুম পাড়ানির একই সে গান গাওয়া !

কেমন মজা হত বল, হাজার বাড়ির দাওয়ায়
আমার মায়ের উড়ত শাড়ি হাজার বাড়ির হাওয়ায় !

সন্ধ্যেবেলা ঠাকুরঘরে প্রদীপদানীর পরে,
আমার মায়ের জ্বলত প্রদীপ সবার মায়ের ঘরে !

সবার মায়ের দুলত কানে আমার মায়ের দুল,
খোঁপায় তাদের উঠত ফুটে কনকচাঁপার ফুল !

কিন্তু কোনো দিনে ধরো উল্টো রথের মেলায়
মা যদি মোর হারিয়ে যায় ঝড় বাদলের বেলায় ?

কেমন করে খুঁজবো বল সবার মায়ের মাঝে ?
আমার মা যে ছড়িয়ে আছে হাজার মায়ের সাজে ।

তখন আমার কান্না দেখে আসল মায়ের ছলে
নকল মা'রাই আসতো বুঝি আমায় নিতে কোলে ।

আঁচল দিয়ে মুছিয়ে দিত আমার চোখের জল ।
কান্না কি মোর মুছতো তাতে, বল দেখি কেউ বল ?

এত মায়ের মাঝেও আমার মুখটি দেখে ভার
আসল মা মোর লুকিয়ে তখন থাকত কি গো আর ?

বলতো এসে মধুর হেসে আমায় নিয়ে কোলে,
"হারিয়ে শুধুই গেছি আমি, গেছি কি আর চলে ?"

আমি বলতাম, "হারিও তবে আমায় নিয়ে সাথে,
তোমার আঁচল রইল বাঁধা তোমার খোকার হাতে ।"

মা বলতো, "পাগল ছেলে, তাই কখনো হয় ?
হাজার মায়ের হাজার আঁচল তোমার জীবনময় ।

কারও আঁচল অনেক দামী সোনার সুতোয় মোড়া,
কারও হয়তো একটু মলিন, একটুখানি ছেঁড়া ।

কিন্তু জেনো, সব আঁচলই সমান স্নেহ মাখা,
তোমার মায়ের আঁচল থাকুক তাঁদের কাছেও রাখা ।

ঝড়বাদলের জীবনটা এক উল্টো রথের মেলা,
সেথায় আছে কান্না হাসি, লুকোচুরির খেলা,

সেথায় আছে হারিয়ে ফেলেও ফিরে পাওয়ার মজা,
সেথায় আছে পেয়েও আবার নতুন করে খোঁজা ।

মায়ের সাথে এমন খেলায় নেই যে কারও হার,
মধ্যে আছে অনুভবের সহজ পারাপার ।

মা শুধু নয় স্নেহের মায়ায় ভুলিয়ে রাখার সাথী,
জীবন মরণ সব ছাড়িয়ে 'মা' এক অনুভূতি।"

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment