( একটি দেয়া একটু কঠিন )
--পলাশ মন্ডল ।
অনেক দেয়া অনেক সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
অনেক ফুলের ফুলদানিতে
একটি ফুলই স্বপ্ন রঙিন ।
অনেক রঙের রংধনু , তার
একটি রঙই যায়না চেনা ।
অনেক আলোর অনেক সকাল,
একটি শুধু ছড়ায় সোনা ।
অনেক সুখের অনেক হাসি,
একটি শুধু অশ্রু ঝরায় ।
অনেক ব্যাথার দুঃখ অনেক,
একটি প্রেমে জীবন ভরায় ।
অনেক আপনজনের ভিড়ে
একজনই হয় অনেক আপন ।
অনেক কথাই হয় যে বলা,
একটি থাকে না বলা গোপন ।
অনেক মুখই দেখা হয়ে যায়,
একটি থাকে অদেখা, অচিন ।
অনেক দেয়া তাইতো সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment